সিলেট বিভাগের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই সোসাইটির উদ্যোগে ‘ফাস্ট স্টেপ টু সিএসই’ শীর্ষক অনলাইন কর্মশালা সম্পন্ন হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এই তথ্য জানায়। এতে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের নবাগত প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিএসই বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মুশতাক শাহরিয়ার রাফি।
কর্মশালায় প্রোগ্রামিং, ডিজাইন, অ্যান্ড্রয়েড ডেভলপমেন্ট ও ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে নতুন শিক্ষার্থীদের ধারণা দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল নিয়ে তাদের নানা প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিএসই সোসাইটির সাধারণ সম্পাদক মো. মনসুরুজ্জামান শেখ ইমন।
সিএসই সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাদিউন নাহিয়ান চৌধুরীর সঞ্চালনায় এতে আলোচক হিসেবে অংশ নেন প্রযুক্তি জায়ান্ট গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাফিউল আদনান চৌধুরী, ওয়াইমোর সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাহমিদ হাসান চৌধুরী, অ্যাগোডার সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম রাফাত, এক্সিলওয়েভের সিনিয়র ডিজাইনার রাহাবি খান প্রমুখ।
এসব আলোচক মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।