৯ এপ্রিল গণহত্যায় শহিদদের মেট্রোপলিটন ইউনিভার্সিটির শ্রদ্ধা

১৯৭১ সালের ৯ এপ্রিল সিলেট শহরে গণহত্যার শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকের নেতৃত্বে রোববার দুপুরে সিলেটের শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রো-ভাইসচ্যান্সেলর প্রফেসর শিব প্রসাদ সেন, ট্রেজারার প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল হক চৌধুরী, রেজিস্ট্রার তারেক ইসলাম, মো. আল-আমিন, মো. রফিক আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৯ এপ্রিল পাক হানাদার বাহিনী মানবহিতৈষী চিকিৎসক ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামল কান্তি লালা, নার্স মাহমুদুর রহমান, অ্যাম্বুলেন্স চালক কুরবান আলীসহসহ ১১ জন স্বাস্থ্যসেবাকর্মীকে যোদ্ধাহতদের চিকিৎসা ও মুক্তিযুদ্ধের পক্ষাবলম্বন করায় তাদের দায়িত্ব পালনরত অবস্থায় সার্জারি ওয়ার্ডের বারান্দায় লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করে। নির্মমভাবে হত্যার পর লাশগুলো ফেলে রেখে যায়। পরবর্তীতে শহীদ ডা. শামসুদ্দীন আহমেদ এর পরিবারের উদ্যোগে শহিদদের সমাধি চিহ্নিত করে এ স্থান সংরক্ষণ করা হয়। এ এলাকার পাশের জায়গাতেই গড়ে উঠে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার।

মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর ২৫ মার্চ ঢাকার গণহত্যার পর ৯ এপ্রিল সিলেটের এ গণহত্যা দিয়েই বুদ্ধিজীবি হত্যার কালো অধ্যায় রচনা করে পাক হানাদার বাহিনী।