মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক রাজর্ষী রায় চৌধুরী ব্রুনাইয়ের ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম থেকে পিএইডি ডিগ্রি অর্জন করেছেন।
রাজর্ষী রায় চৌধুরীর ডক্টরাল গবেষণামূলক অভিসন্দর্ভের শিরোনাম হচ্ছে ‘মেশিন লারনিং বেইজড ডিভাইস ফিঙ্গার প্রিন্টিং ইউজিং নেটওয়ার্ক ট্রাফিক এনালাইসিস’।
এর আগে কম্পিউটার সায়েন্স নিয়ে ২০১১ সালে তিনি ইউনিভার্সিটি অব উলঙ্গন, অস্ট্রেলিয়া থেকে গ্র্যাজুয়েশান ও ২০১২ সালে ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে পোস্ট গ্র্যাজুয়েশান কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। তিনি ২০১২ সাল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করে আসছেন।
রাজর্ষী রায় চৌধুরীর পিএইডি ডিগ্রি অর্জনে ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক অভিনন্দন জানিয়েছেন।