এনসিএল: খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো

দ্বিতীয় দল হিসেবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ঢাকা মেট্রো।

আজ (২২ ডিসেম্বর) টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা বিভাগকে ৩৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ঢাকা মেট্রো। আগামী ২৪ ডিসেম্বর ফাইনালের মঞ্চে রংপুর বিভাগের মুখোমুখি হবে মেট্রো। প্রথম কোয়ালিফাইয়ারে মেট্রোকে ৪ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট পায় রংপুর।

দ্বিতীয় কোয়ালিফাইয়ার জিতলেই ফাইনাল নিশ্চিত, এমন সমীকরণ নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে খেলতে নামে ঢাকা মেট্রো।

টুর্নামেন্টের এলিমিনেটরে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছিলো খুলনা। আর প্রথম কোয়ালিফাইয়ারে রংপুরের কাছে হেরে যাওয়ায় দ্বিতীয় কোয়ালিফাইয়ার খেলতে হয়েছে মেট্রোকে।