সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২০ মে) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ১১ জন প্রার্থী এবার চুড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বীতা করবেন। সোমবার সকল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
এরমধ্যে চেয়ারম্যান পদে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম পেয়েছেন মোটরসাইকেল প্রতীক, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাদাত মান্নান অভি পেয়েছেন আনারস প্রতীক এবং উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন পেয়েছেন ঘোড়া প্রতিক।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোশাররফ হোসেন জাকির পেয়েছেন মাইক, রুকনুজ্জামান রুকন পেয়েছেন চশমা, মাওলানা জাহাঙ্গীর খাঁন টিউবওয়েল এবং আনোয়ার হোসেন পেয়েছেন তালা প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুলন রানী তালুকদার পেয়েছেন পদ্মফুল, মোছা. নাজমা বেগম প্রজাপতি, মোছা. রফিকা মহির পেয়েছেন ফুটবল, জেসমিন আক্তার পেয়েছেন হাঁস এবং খাইরুন নেছা পেয়েছেন কলস প্রতীক।
এদিকে প্রতিক বরাদ্দের পরপরই প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠে শান্তিগঞ্জ উপজেলা। নির্বাচনের প্রার্থী ও সমর্থকরা চষে বেড়াচ্ছেন নির্বাচনের মাঠ।