দেশের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ না হলে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা উচিৎ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সিলেটে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ ডায়লগের দ্বিতীয় দিনে সিলেট-শিলচর উৎসব শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
এসময় শিগগিরই ঢাকা-গৌহাটি বিমান সার্ভিস চালু হবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রথমে প্রস্তাবনা ছিল ঢাকা-সিলেট-গৌহাটি বিমান চালু করার। কিন্তু কর্তৃপক্ষ আপাতত ঢাকা-গৌহাটি বিমান চালুর উদ্যোগ নিয়েছে। সিলেট-গৌহাটি বিমান চালু না হওয়ার কারণ হিসেবে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ধীরগতির সম্প্রসারণ কাজের বিষয়টি উল্লেখ করেন।
তিনি বলেন, দেশের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ না হলে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা উচিৎ।
ভারতের সাথে সম্পর্ক বিষয়ে ড. একে আব্দুল মোমেন বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করি। এতে দুই দেশের সম্পর্ক সুসম্পর্কে রুপান্তরিত হয়। চুলচেরা বিশ্লেষণ করা হয়, দুই দেশের মধ্যে নতুন কিছু করা যায় কি না।
বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ ও ইন্ডিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভারতের বৈদেশিক সম্পর্ক বিভাগীয় মন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিং, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার মি. প্রনয় ভার্মা, সাবেক মন্ত্রী ভিনসেন পালাসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।