চলমান যুদ্ধে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার সপ্তাহ ধরে ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।
আল জাজিরা শুক্রবার জানায়, ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে কমপক্ষে ৯ হাজার ৬১ জন, যাদের মধ্যে তিন হাজার ৭৬০ শিশু ও দুই হাজার ৩২৬ জন নারী। উপত্যকায় আহত হয়েছে কমপক্ষে ৩২ হাজার ফিলিস্তিনি, যাদের মধ্যে রয়েছেন চার হাজার ৮৯১ নারী ও ছয় হাজার ৩৬০ শিশু।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার পর উপত্যকায় এক দিনের জন্যও বোমাবর্ষণ বন্ধ করেনি ইসরায়েলি। সামরিকভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রটির বোমা থেকে রেহাই পাচ্ছে না জাতিসংঘের স্কুল, হাসপাতাল, মসজিদ, গির্জাও।
বোমা হামলার পাশাপাশি গাজায় স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েল। দেশটির ভাষ্য, উপত্যকা থেকে হামাসকে নির্মূল করতেই এমন অভিযান চালানো হচ্ছে।
গাজায় হামলার মধ্যে দখলকৃত পশ্চিম তীরেও অভিযান চালাচ্ছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে ২ নভেম্বর নাগাদ সেখানে ইসরায়েলি হামলায় প্রাণ যায় কমপক্ষে ১৩২ ফিলিস্তিনির। পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় আহত হয় কমপক্ষে দুই হাজার ফিলিস্তিনি।
অন্যদিকে হামাসের হামলায় প্রাণ যায় কমপক্ষে এক হাজার ৪০৫ ইসরায়েলির। আহত ইসরায়েলির সংখ্যা কমপক্ষে পাঁচ হাজার ৪৩১।