প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলিয়া মাঠে আগমন উপলক্ষে সিলেটে বিশাল মিছিল করেছে দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় দিরাই-শাল্লা সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আল-আমিন চৌধুরীর নেতৃত্বে মিছিলটি শহরের আম্বরখানা থেকে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আলিয় মাদ্রাসা মাঠে এসে প্রবেশ করে।
এদিকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষ্যে গতকাল থেকেই অনেক নেতৃবৃন্দ শহরে আসতে থাকেন। আজ সকাল ৮টার পর থেকেই শহরের বিভিন্ন জায়গা থেকে আল-আমিন চৌধুরীর বাসভবনের সামনে নেতাকর্মী ও তার সমর্থকেরা এসে জনসভায় অংশগ্রহণ করেন।
এসময় মিছিলে দিরাই ও শাল্লা উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।