সিলেটের জৈন্তাপুরে চাঞ্চল্যকর মাওলানা আব্দুস শুক্কুর হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর মডেল থানার একটি অভিযানিক দল চারিকাটা ইউনিয়নের বাউরভাগ দক্ষিণ এলাকা থেকে দলইপাড়া এলকার বদরুল ইসলামের স্ত্রী বিলকিছ বেগম (২২) গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী জৈন্তাপুর থানাধীন গর্দ্দনা এলাকা থেকে মামলার ১নং আসামী দলইপাড়া এলাকার মৃত নওয়াব আলীর পুত্র হাজির আলী (৬৫)-কে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, মাওলানা আবদুস শুক্কুর ও হাজির আলীর মধ্যে রাস্তা চলাচলের জায়গা নিয়ে পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করে গত ২৪ নভেম্বর সকালে আব্দুস শুক্কুরের সাথে হাজির আলীর কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাজির আলী ও তার সহযোগীরা আব্দুস শুক্কুরকে দা দিয়ে এবং লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আব্দুস শুক্কুরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।