আর্জেন্টিনাকে নিয়ে এখনই ভাবছে না ব্রাজিল

গ্রুপ পর্বের তিন ম্যাচের কোনো ম্যাচেই প্রথমার্ধে গোল করতে পারেনি ব্রাজিল। সেই তারাই শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে বিরতির আগে এক হালি গোল দিয়েছে। কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ব্রাজিল।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন। ইতিমধ্যে তার পা থেকে এসেছে তিন গোল। শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারলে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত যদি আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পায়, সেই ম্যাচ নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা আছে রিচার্লিসনের?

এমন প্রশ্নের উত্তরে রিচার্লিসন বলেন, এখনই আর্জেন্টিনাকে নিয়ে ভাবার সময় হয়নি। প্রথমে ক্রোয়েশিয়াকে নিয়েই ভাবতে চান তিনি।

রিচার্লিসন বলেন, এখন আমাদের সামনে ক্রোয়েশিয়া, ভাবনায় শুধু তারাই। (সেমিফাইনালে আর্জেন্টিনা) পরের ধাপে। আসলে এখন আপনাকে ক্রোয়েশিয়া নিয়েই ভাবতে হবে।

গতরাতে দক্ষিণ কোরিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ব্রাজিল। ম্যাচের পুরোটা সময় আধিপাত্য দেখিয়ে জয় তুলে নিয়েছে তিতের শিষ্যরা।