আমার বাবা রাজনী‌তি করতে গিয়ে মারা গেছেন : ড. রেজা কিব‌রিয়া

বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার স‌ঙ্গে যুক্তরা‌জ্যে বসবাসরত প্রবাসী‌দের মতবি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে প্রবাসী অধিকার পরিষদের উ‌দ্যে‌গে লুট‌নের ব্যা‌রিপা‌র্কের এক‌টি রেস্টু‌রে‌ন্টে এই মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

প্রবাসী অধিকার পরিষদ ইউ‌কে’র সংগঠক কোররাম চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সংগঠক সৈয়দ দেলোয়ার হুসেনের পরিচালনায় এতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে ড. রেজা কিব‌রিয়া ব‌লেন, ‘আমার বাবা রাজনী‌তি কর‌তে গি‌য়ে মারা গে‌ছেন।‌ বি‌ভিন্ন ক্ষে‌ত্রে উনার শত্রু হ‌য়ে‌ছিল। বি‌শেষ ক‌রে ব্যাং‌কিং খা‌তের স্টক মা‌র্কে‌টের দুষ্কৃতিকারী ধর‌তে গি‌য়ে এমন ক‌ঠিন-ক‌ঠিন শত্রু তৈ‌রি ক‌রে‌ছি‌লেন, যারা তা‌কে প‌রে আওয়‌ামী লী‌গের সাহা‌য্যে হত্যা ক‌রে‌ছে। আমার মা, তাঁর স্বামীর হত্যার বিচা‌রের জন্য রাস্তায় রাস্তায় ঘু‌রে‌ছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টের সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুর রহমান বাবু, রিদওয়ান আহমেদ, মাসুদুর রহমান, এনাম আহমদ নানু, মাওলানা রুহুল আমিন, আব্দুল্লাহ মিয়া, হারুন মিয়া, মুজাহিদ খান, মাহবুবুল মজিদ চৌধুরী, জাহেদ মানিক চৌধুরী, মাহবুবুল কারীম সু‌য়েদ, মরিজ্জ্বামান খান, নিয়াজ মাহমুদ লিংকন, শামীম আহমাদ, আবুল কালাম আজাদ ছুটন, মোহাম্মদ আশরাফ উদ্দিনসহ সংগঠ‌নের নেতৃবৃন্দ। এসময় ড. রেজা কিব‌রিয়া উপ‌স্থিত প্রবাসী‌দের বি‌ভিন্ন প্র‌শ্নের জবাব দেন।

সিলেট ভয়েস/এএইচএম