আমদানি-রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের কার্যালয়, সিলেট এর সহকারী নিয়ন্ত্রক হাবিবুর রহমান সুমনের সাথে মতবিনিময় করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ ও আমদানিকারকগণ।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৪টায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র কনফারেন্স হলে এই মনবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেনসিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি তাহমিন আহমদ।
সভায় সহকারী নিয়ন্ত্রক হাবিবুর রহমান সুমন বলেন, ‘আমদানিকারকগণ দেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের যেকোন সমস্যা সমাধানে আমরা সদা সচেষ্ট রয়েছি।’
সভায় বক্তাগণের প্রশ্নের জবাবে সহকারী নিয়ন্ত্রক বলেন, ইতোপূর্বে এলসি খোলার ক্ষেত্রে আমদানি নিবন্ধন সনদপত্রে (আইআরসি) মনোনীত ব্যাংক পরিবর্তনে কোন ফি গ্রহণ করা হতো না, কিন্তু গত কয়েক মাস থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২৩০০ টাকা ফি গ্রহণ করা হচ্ছে। আমদানিকারকগণ আইআরসি-তে উল্লেখিত ব্যাংক থেকে অনাপত্তিপত্র ও সলভেন্সি সার্টিফিকেট নিয়ে তাদের সুবিধামত যেকোন ব্যাংক থেকে এলসি খুলতে পারবেন। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংকের অনীহা থাকলে এ বিষয়ে একটি ত্রিপক্ষীয় সভা আয়োজনের মাধ্যমে বিষয়টি সুরাহা করা যেতে পারে।
তিনি আরো বলেন, আইআরসিতে এলসি লিমিট কমানোর জন্য আমদানিকারকগণ পূর্ববর্তী বছরের জুন মাসে আবেদন করতে পারবেন। এছাড়াও তিনি মেয়াদউত্তীর্ণ এলসি নবায়নের ক্ষমতা আঞ্চলিক অফিসকে প্রদান, প্রথম ধাপেই আনলিমিটেড আইআরসি খোলার সুযোগ প্রদান এবং আমদানিকারকগণের অন্যান্য সমস্যাবলী নিয়ে আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের সাথে আলোচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, আমদানি বাণিজ্যের প্রসারে ব্যবসায়ীদের জন্য নীতিমালাকে সহজ করে দিতে হবে। সেবা প্রদানকারী অফিস সমূহকে ব্যবসায়ীক মন-মানসিকতা পরিহার করে ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ দিতে হবে। তিনি আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের সার্ভার সমস্যা দূরীকরণ এবং আমদানিকারকদের ব্যাংক এলসি সংক্রান্ত সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
সভায় বক্তাগণ আমদানি সনদপত্রে ব্যাংকের নাম উল্লেখের বিধান রহিতকরণ, যেকোন ব্যাংক থেকে এলসি করার সুযোগ প্রদান, মেয়াদউত্তীর্ণ এলসি নবায়নের ক্ষমতা আঞ্চলিক অফিস-কে প্রদানসহ বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সহ সভাপতি মো. আতিক হোসেন, পরিচালক মো. হিজকিল গুলজার, মুশফিক জায়গীরদার, মুজিবুর রহমান মিন্টু, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব, কাজী মো. মোস্তাফিজুর রহমান, মো. সারোয়ার হোসেন ছেদু, আমদানি রপ্তানি অফিসের নির্বাহী অফিসার মো. আল আমিন মিয়া, মো. জহিরুল ইসলাম, সিলেট চেম্বারের সদস্যবৃন্দ ও বিভিন্ন আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দ।