আজ মাঠে নামছে ক্রোয়েশিয়া-জার্মানি-স্পেন-বেলজিয়াম

কাতার বিশ্বকাপে চার হেভিওয়েট দল ক্রোয়েশিয়া, জার্মানি, স্পেন আর বেলজিয়াম মাঠে নামছে আজ বুধবার (২৩ নভেম্বর)।

বাংলাদেশ সময় বিকেল ৪টায় আল বায়েত স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আফ্রিকার দল মরক্কো। ক্রোয়াটদের দলে আছে লুকা মদ্রিচ, কোভাসিচ, ইভান পেরিসিচদের মতো তারকা। অন্যদিকে মরক্কোতেও রয়েছে আশরাফ হাকিমি, হাকিম জিয়াশ, এন নাসিরিদের মতো নাম।

সন্ধ্যা ৭টায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে ইউরোপের পাওয়ার হাউজ খ্যাত চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি মুখোমুখি হবে এশিয়ার দেশ জাপানের। থমাস মুলার, সার্জ জিনাব্রি, জসুয়া কিমিচ, ম্যানুয়েল নুয়ারদের নিয়ে সাজানো জার্মানি দল বেশ শক্তিশালী। অন্যদিকে জাপানের পরিচিত তারকাদের মধ্যে আছেন দাইচি কামাদা, তাকুমি মিনামিনো, এশিয়ান মেসিখ্যাত তাকেফুসাকোবো।

রাত ১০টায় আল থুমামা স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে স্পেন আর কোস্টারিকা। তারকায় ঠাসা স্পেনে থাকছেন ফেরান তোরেস, আলভারো মোরাতা, গাভি, আনসু ফাতি, সার্জিও বুসকেটস, জর্ডি আলবা, পেদ্রি, দানি কার্ভাহালরা। মধ্য আমেরিকার কোস্টারিকা দলে আছেন কেইলর নাভাসের মতো গোলরক্ষক। এছাড়া সেলসো বোরগেস, অ্যান্থনি কনত্রেরাস, জোয়েল ক্যাম্পবেলরাও পরিচিত মুখ।

রাত ১টায় আহমেদ বিন আলি স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে গতবারের সেমিফাইনালিস্ট বেলজিয়াম আর ৩৬ বছর পর বিশ্বকাপে আসা কানাডা। বেলজিয়াম দলে আছেন কেভিন ডি ব্রুইন, মিচি বাতশুয়াই, এডেন হ্যাজার্ড, থিবো কর্তোয়ার মতো এক ঝাঁক তারকা। কানাডার পরিচিত মুখের মধ্যে আছেন আলফানসো ডেভিস, জোনাথান ডেভিড।