আগামী মাসে আর লোডশেডিং থাকবে না : পরিকল্পনামন্ত্রী

আগামী মাসে আর লোডশেডিং আর থাকবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান। তিনি দেশবাসীকে একটু সহ্য করারও আহ্বান জানান।

বুধবার বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারী মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমন আহ্বান জানান।

বিদ্যুৎ বিপর্যয়ের প্রসঙ্গ টেনে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিশ্বজুড়ে গন্ডগোলের কারণে লোডশেডিং অপ্রত্যাশিতভাবে বেড়ে গেছে। আমাদের নিজস্ব তেল-গ্যাস নেই। তেল-গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। তাই হঠাৎ টান পড়ে গেছে। এজন্য আমাদের কয়েকটা দিন একটু সমন্বয় করতে হবে। যে ঘরে দুইটি বাতি প্রয়োজন সেই ঘরে অহেতুক বিদ্যুৎ থাকলেও ৫টি বাতি জ্বালানো উচিৎ নয়। অর্ধেক প্লেট ভাত খেয়ে অর্ধেক ফেলে দেয়া ফুটানি কোনো লোকেই করা ভালো না।’

বিদ্যুৎ ঘাটতির কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমরা স্বীকার করছি আমাদের কিছু ঘাটতি রয়েছে। আমার বিশ্বাস এই আগস্ট মাসের দিকে ধীরে ধীরে বিদ্যুতের উন্নতি হবে। আগামী মাসে লোডশেডিং আর থাকবে না। তাই একটু দেশবাসীকে সহ্য করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘উস্কানীমূলক মন্তব্য, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, মেরে দাও, ভেঙ্গে দাও এমন কর্মকাণ্ড স্বাধীন দেশে মানায় না। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রেখে সকলের সহযোগিতায় এই অসুবিধা সময় পার করতে হবে।’

এসময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে নির্দেশনা প্রদান করেন তিনি।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে খেলায় ট্রাইবেকারে বীরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুজ্জামান, উপজেলা ভূমি কর্মকর্তা সকিনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, সাবেক চেয়ারম্যান নুরুল হক, দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন প্রমুখ।