আখালিয়া নয়াবাজারে টিলার কাটার দায়ে পাঁচজনের কারাদণ্ড

সিলেট নগরীর আখালিয়া নয়াবাজার এলাকায় অবৈধভাবে টিলার কাটার অপরাধে পাঁচজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- নয়াবাজার এলাকার মৃত বশির মিয়ার ছেলে আব্দুল কাদির (৩৮), সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২০), একই এলাকার মোবারক মিয়ার ছেলে সাইফুল ইসলাম শ্রাবন (১৮), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটীপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে (বর্তমানে বাসা নং- ৮৩/০৩ উত্তর পীর মহল্লা) সাইদুল হক শিপন (২২) ও একই গ্রামের খাদিম আলীর ছেলে মনিরুল ইসলাম (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

তিনি জানান, রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আখালিয়া নয়াবাজার দুসকি এলাকার জনৈক কাঁচা মিয়ার বাড়ীর পিছনে টিলা কেটে ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে; এমন খবর পেয়ে এসআই দেবাশীষ দেব সাথের ফোর্স নিয়ে অভিযান চালান। এসময় টিলার মাটি কেটে ঘর নির্মান করা অবস্থায় তাদের আটক করেন। বিষয়টি তাৎক্ষণিক পরিবেশ অধিদপ্তর, সিলেটের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ সংরক্ষণ আইন লংঘনের অপরাধে আটক প্রত্যেককে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আটক আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. নাজমুল হুদা খান।