আইপিএলের প্রতিটি ম্যাচের দাম ১০৫ কোটি রুপি!

আইপিএলে শুধু খেলোয়াড় কেনার বেলাতেই নয়, সম্প্রচার স্বত্বের বেলাতেও চলছে অর্থের ঝনঝনানি। সম্প্রচার স্বত্বের নিলামের লড়াইয়ে পৃথিবীর দ্বিতীয় দামি টুর্নামেন্টে পরিণত হয়েছে আইপিএল। যার প্রতিটি ম্যাচের মূল্য দাঁড়াচ্ছে রেকর্ড ১০৫ কোটি রুপি। স্বত্ত্ব চূড়ান্ত হয়ে গেলে এই পরিমাণ আরও বাড়তে পারে। দামি টুর্নামেন্ট হিসেবে তাদের আগে রয়েছে ন্যাশনাল ফুটবল লিগ বা এনএফএল। যার প্রতিটি ম্যাচের মূল্য ২৭৩ কোটি রুপির বেশি।

রবিবার আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব বিক্রির ই-নিলাম শুরু হয়েছে। প্রথম দিনের লড়াইয়ে এখন পর্যন্ত যে দর উঠেছে, তা পেছনে ফেলেছে ২০১৮-২০২২ মৌসুমের দরকেও। প্যাকেজ ‘এ’ ও প্যাকেজ ‘বি’র জন্য এখন পর্যন্ত সব মিলে দর উঠেছে ৩৮ হাজার ৮৫০ কোটি রুপি। যার পুরো অঙ্কটা নির্ধারিত হয়েছে ৫ বছরের প্রতি মৌসুমের ৭৪ ম্যাচ ধরে।

রবিবার ই-নিলামে উঠেছে প্যাকেজ এ ও বি। আর প্রতিটি ক্যাটাগরির জন্যই ম্যাচ প্রতি ভিত্তিমূল্য ধরা আছে। প্যাকেজ ‘এ’ র ম্যাচ প্রতি ভিত্তি মূল্য ৪৯ কোটি রুপি। ‘বি’র ম্যাচ প্রতি ভিত্তিমূল্য ৩৩ কোটি রুপি। প্যাকেজ ‘সি’র ম্যাচ প্রতি ১৬ কোটি ও প্যাকেজ ‘ডি’র ম্যাচ প্রতি ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩ কোটি রুপি।

প্রথম দিন প্যাকেজ ‘এ’র সর্বোচ্চ দর উঠেছে ৫৭ কোটি রুপি আর প্যাকেজ ‘বি’র ৪৮ কোটি। দুটোর মিলিত দরই ১০৫ কোটি।

এখন প্যাকেজগুলোর বিস্তারিত তুলে ধরা যাক। প্যাকেজ ‘এ’ হচ্ছে ভারতীয় উপমহাদেশে টিভির সম্প্রচার স্বত্ত্ব। আলাদাভাবে এর দর উঠেছে মোট ২১ হাজার ৯০ কোটি রুপি। প্যাকেজ ‘বি’ হলো ভারতীয় উপমহাদেশে ডিজিটাল মাধ্যমের সম্প্রচার স্বত্ত্ব। এর মোট দর উঠেছে ১৭ হাজার ৭৬০ কোটি রুপি। সব মিলে যা ২০১৭ সালে স্টার ইন্ডিয়ার পাওয়া স্বত্ত্বের ২.৩৮ গুণ বেশি! প্যাকেজ ‘সি’ হচ্ছে নির্ধারিত বিশেষ ১৮টি ম্যাচের জন্য। তাতে থাকবে ফাইনাল, প্লে-অফ, টুর্নামেন্ট ওপেনার ও কিছু সাপ্তাহিক সান্ধ্যকালীন ম্যাচ। প্যাকেজ ‘ডি’ হচ্ছে বিশ্বের বাকিং অংশে টিভি ও ডিজিটাল মাধ্যমের সম্প্রচারের জন্য।

প্রথম দিনের নিলামে আইপিএল পেছনে ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগকেও। ২০২২-২৫ চক্রে সম্প্রচার স্বত্ত্ব অনুযায়ী প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচের মূল্য ধরা হয়েছে ১১.৩৪ মিলিয়ন! সেই জায়গায় নতুন চক্রে (২০২৩-২৭) আইপিএলের প্রতিটি ম্যাচের মূল্য দাঁড়িয়েছে ১৩.৪৪ মিলিয়ন বা ১০৫ কোটি রুপি!

নিলামে প্রতিদ্বন্দ্বিতা করছে ৭টি প্রতিষ্ঠান। ডিজনি স্টার, সনি, ভায়াকম-রিলায়েন্স, জি, ফান এশিয়া, সুপার স্পোর্ট ও টাইমস ইন্টারনেট।