অনলাইনে মনোনয়নপত্র, এনআইডির সঙ্গে মিলতে হবে প্রার্থীর চেহারা

সন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এনআইডির সঙ্গে প্রার্থীদের চেহারা মিলতে হবে। শুধু প্রার্থী নয়, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীর চেহারা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোর সঙ্গে মিলতে হবে।

‘জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮’ সংশোধন করে এমন বিধান এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নির্বাচন পরিচালনা বিধিমালার বিধি-৩, ৫ ও ৯ প্রতিস্থাপন করা হয়েছে। বিধি-৩ এর বিধানে আগে ফরম-১ পূরণ করে মনোনয়নপত্র দাখিল করার জন্য বলা ছিল। এখন সেখানে সরাসরির পাশাপাশি অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়টি আনা হয়েছে।

এতে বলা হয়েছে, কোনো প্রার্থী বা প্রস্তাবকারী বা সমর্থনকারী বা প্রার্থীর প্রতিনিধি মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে তা সরাসরি দাখিল করতে পারবেন। অথবা অনলাইনে মনোনয়নপত্র পূরণ ও দাখিলের জন্য কোনো প্রার্থী বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সংশ্লিষ্ট লিংকে (পোর্টাল) প্রবেশ করে রেজিস্ট্রেশন করে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

এদিকে, বিধিমালায় বিধি-৫-এর উপবিধি (১) প্রতিস্থাপন করে বলা হয়েছে, মনোনয়নপত্র বাছাইয়ের পর রিটার্নিং অফিসারের যেকোনো সিদ্ধান্তে কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান সংক্ষুব্ধ হলে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর সংক্ষুব্ধ পক্ষ অথবা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল দায়ের করতে পারবেন। আগে এই সুযোগ কেবল প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য ছিল। আর সময় দেওয়া হয়েছিল তিন দিন।

এছাড়া সংশোধিত বিধিমালায় ফরম-১ এর ৫(ক) প্রতিস্থাপন করে ১২ ডিজিটের টিআইএন নম্বরের সঙ্গে ‘আমার টিআইএন নম্বর এবং আমার সম্পদ বিবরণী সম্বলিত সর্বশেষ দাখিল করা আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ সংক্রান্ত কাগজপত্র এতৎসঙ্গে সংযুক্ত করিলাম’ মর্মে ঘোষণাও দিতে বলা হয়েছে।

সিলেট ভয়েস/এএইচএম