অনলাইনে আবেদন করে সার্টিফিকেট পাবেন শাবির শিক্ষার্থীরা

দেশের অন্যতম ‘প্রত্যয়ণকারী কর্তৃপক্ষ’ রিলিফ ভ্যালিডেশন লিমিটেড সার্টিফায়িং অথরিটি (আরভিএলসিএ) এর সঙ্গে ‘ডিজিটাল সার্টিফিকেট উত্তোলনে’ চুক্তিবদ্ধ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)। এই প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা একাডেমিক সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করে অনলাইনেই সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ইস্যুকৃত ডিজিটাল সার্টিফিকেটের মাধ্যমে যেকোনো ধরণের জালিয়াতি বা প্রতারণা থেকে সুরক্ষা, সার্টিফিকেটগুলোতে কোনো পরিবর্তন হয়েছে কিনা, সিগনেচারটি বৈধ ইত্যাদি বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ডিজিটাল সিগনেচার প্রযুক্তির ব্যবহার বৈশ্বিকভাবে স্বীকৃত এবং আইনগতভাবে সিদ্ধ বলে ইস্যুয়িং বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সার্টিফিকেটের বৈধতা নিয়ে সংশয়ের বিষয়টি আর থাকবে না। এতে করে চলমান দীর্ঘমেয়াদি যাচাইকরণ প্রক্রিয়াটি দ্রুততর হবে। শিক্ষার্থীদের মাধ্যমে প্রাপ্ত ডিজিটাল সার্টিফিকেট যেকোনো বিশ্ববিদ্যালয়, ভিসা ইস্যুকারী এম্বেসী ইত্যাদি প্রতিষ্ঠানগুলো অবিলম্বে যাচাই করতে সক্ষম হবে।

এছাড়া তিনি আরো বলেন, দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শাবিপ্রবির এই উদ্যোগটি ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ এর রূপকল্পকে নিঃসন্দেহে বেগবান করবে।

এ দিকে সংশ্লিষ্ট ব্যক্তিগণ বলেন, শাবির বর্তমান একাডেমিক সার্টিফিকেট ইস্যু প্রক্রিয়াটিতে ডিজিটাল স্বাক্ষর প্রযুক্তিটি আরভিএল সিএর মাধ্যমে একীভূত করার মধ্য দিয়ে ডিজিটালাইজেশন দিকে শাবিপ্রবি একটি বড় ধাপ এগিয়ে যাবে। ডিজিটাল স্বাক্ষর প্লাটফর্মে, শিক্ষার্থীরা অনলাইনে সার্টিফিকেটের জন্য আবেদন এবং সার্টিফিকেট উত্তোলন করতে পারবে। এই সার্টিফিকেটগুলো ই-স্বাক্ষরিত হবার কারণে প্রতিটি সার্টিফিকেট ডিজিটালি অনন্য পরিচয় বহন করবে। এই বিশেষত্বটির সুবিধা শুধুমাত্র অনলাইনে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে সার্টিফিকেটটি শেয়ার করার মাধ্যমে বর্তমানের দীর্ঘমেয়াদি প্রক্রিয়াকে প্রতিস্থাপন করার মধ্যেই সীমাবদ্ধ না, এর সঙ্গে সঙ্গে জাল সনদ যাচাইয়ের সক্ষমতাও এতে থাকবে।