কোমরের চোটে কিছুদিনের জন্য ক্রিকেটের বাইরে গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম। এশিয়া কাপ বা বিশ্বকাপের আগে ফিট হয়ে মাঠে নামতে পারবেন কিনা এ নিয়েও আছে সংশয়। সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসেছিলেন তামিম।
বৃহস্পতিবার (৩ আগস্ট ) রাতে আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন জানান, তামিম আর ওয়ানডেতে অধিনায়কত্ব করছেন না। তামিমের অবর্তমানে কে ওয়ানডে অধিনায়ক হবেন—এই প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তামিম শুধু এশিয়া কাপে না খেললে সহ–অধিনায়ক লিটন দাসই অধিনায়ক হতেন। এখন যেহেতু তামিম অধিনায়কত্বই ছেড়ে দিয়েছেন, ব্যাপারটা আর সরল নেই। নতুন অধিনায়ক শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বাংলাদেশকে।
অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাবেন তামিম। তবে চোট থেকে পুরোপুরি সেরে না উঠে এশিয়া কাপে খেলতে পারবেন না তামিম। বিশ্বকাপে পুরো ফিট তামিমকে পাওয়ার আশাবাদের কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি।
এসময় বিসিবি সভাপতির সাথে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ও তামিম ইকবাল।