দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন হবিগঞ্জের ২৪টি চা-বাগানের শ্রমিকরা। বেলা ১১টা থেকে তারা আন্দোলনে নামেন। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন। পরে তারা ঢাকা-মৌলভীবাজার মহাসড়ক অবরোধ করেন।
সকালে বাহুবল উপজেলার কামাইছড়া চা-বাগানে জড়ো হতে থাকেন বিভিন্ন বাগানের শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা আন্দোলন থেকে সরে আসবেন না বলেও হুঁশিয়ারি দেন।
শ্রমিক নেতারা বলেন, দৈনিক ১২০ টাকা মজুরিতে আমাদের খাবারই কিনতে পারি না। কিভাবে আমরা সন্তানদের মানুষ করবো? আমাদের দৈনিক মজুরি কমপক্ষে ৩০০ টাকা হলে ঠিকমতো খাবার খেয়ে বাঁচতে পারবো। মালিকপক্ষ শুধু আমাদের সঙ্গে টালবাহানা করছে। কিন্তু আমাদের দৈনিক মজুরি বৃদ্ধি করছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এদিকে চা শ্রমিকদের কর্মবিরতির ফলে বাগানে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা।