বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র আদালতে সাবেক এই সংসদের জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ। তিনি জানান, সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের বয়স ও অসুস্থতা বিবেচনা করে আদালত এই সাবেক এমপির জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস-স্টেশন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশ তাদের উপর হামলা চালায়। এতে অধিকাংশ শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় আহত এক শিক্ষার্থীর ভাই গত (০২ সেপ্টেম্বর) আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।