সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বলেছেন, ‘স্ব স্ব ক্ষেত্রে থেকে অসহায় মানুষের কল্যাণ করাই আমাদের ব্রত। ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাব এর প্রত্যেক সদস্য মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। আগামীতেও এই ক্লাব মানুষের কল্যাণে কাজ করবে বলে আমার বিশ্বাস।’
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে সিলেট স্টেশন ক্লাব আয়োজিত ক্লাবের নতুন সদস্য আব্দুল্লাহ আল সাঈদ এডভোকেট এর বরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় নবাগত সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল সাঈদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে ক্লাব পরিচালনায় ভূমিকা রাখার আহ্বান জানান।
ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট এর সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলীর পরিচালনায় বরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় এনএসআই এর উপ-পরিচালক মো. তরিকুল ইসলাম, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফয়সাল মাহমুদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট স্টেশন ক্লাব পরিচালনা পর্ষদের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) হারুন আল রশীদ দিপু, পরিচালক (ব্যবস্থাপনা) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক (উন্নয়ন ও আবাসিক) কয়ছর আহমদ আলিছ আব্দুল মোমিন, পরিচালক (ক্রীড়া) জুম্মা আব্বাস রাজু, পরিচালক (বিনোদন) ফজলে এলাহী চৌধুরী ডালিম, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মোমিন আহমদ, পরিচালক (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে নবাগত ক্লাব সদস্য আব্দুল্লাহ আল সাঈদ এডভোকেটকে উত্তরীয় ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাবের নবীণ-প্রবীণ সদস্য ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন।