জেলা প্রশাসন ও শিশু একাডেমি সিলেটের আয়োজনে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ মনীষী সৈয়দ মুজতবা আলী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। মূখ্য আলোচক ছিলেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বাচিক শিল্পী প্রফেসর শামীমা চৌধুরী।