‘বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল’ গণগ্রন্থাগার প্রতিষ্ঠায় বানিয়াচং মডেল প্রেসক্লাব

‘ যার বাড়িতে একটি লাইব্রেরি আছে, মানসিক ঐশ্বর্যের দিক দিয়ে সে অনেক বড়’ ।- হেনরিক ইবসেন এ বাণীকে ধারণ করে ‘বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গণগ্রন্থাগার’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বানিয়াচং মডেল প্রেসক্লাব।
শুক্রবার (১২ আগস্ট) সন্ধা ৭টায় কার্যালয়ে মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালণায় সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতি ক্রমে মডেল প্রেসক্লাবের উদ্যোগে ‘বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গণগ্রন্থাগার’ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। ১ মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মোঃ আব্দাল মিয়া, দফতর সম্পাদক তানজিল হাসান সাগর, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, শেখ শফিকুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ লিলু, শেখ মো : আলমগীর হোসেন ও শাহরিয়ার বিলাশ প্রমুখ।