বিজয়ের মাসে সিলেটে তিন দিনব্যাপী বিভাগীয় আবৃত্তি উৎসব আয়োজন করেছে শ্রুতি। ১৪ ডিসেম্বের থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এ আবৃত্তি উৎসব।
অনুষ্ঠান মালার সূচনা পর্বে প্রথমদিন বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কবিতা পাঠের আয়োজন “আমরা তোমাদের ভুলবো না”। থাকবে একক এবং সমবেত আবৃত্তি পরিবেশনা, কবি কন্ঠে কবিতা, পুঁথিপাঠ, নৃত্য। এতে উপস্থিত থাকবেন বরেণ্য আবৃত্তিশিল্পীবৃন্দ।
উৎসবের দ্বিতীয় দিন আগামী শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় সারদা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিষয় ও বিভাগ ভিত্তিক আবৃত্তি প্রতিযোগিতা। বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে শহিদ স্মৃতি উদ্যান, সিলেট ক্যাডেট কলেজ অভিমুখে কবিতার মিছিল। উৎসবের তৃতীয় দিনে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে আলোর মিছিল।
উল্লেখ্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তিনদিন ব্যাপী আবৃত্তি উৎসব পরবর্তীতে চট্টগ্রাম, ঢাকা, রংপুরসহ বিভাগীয় শহর গুলোতে অনুষ্ঠিত হবে। আয়োজন মালায় সবার উপস্থিতি কামনা করছে শ্রুতি সিলেট।