দুই ম্যাচ সিরিজের টেস্ট ক্রিকেট সামনে রেখে সিলেটে অনুশীলন করছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলই সকাল ও দুপুরে অনুশীলন করে।
জানা যায়, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গ্রাউন্ড-২-এ অনুশীলন করে নিউজিল্যান্ড দল। এরপর দুপুর দেড়টা থেকে গ্রাউন্ড-১-এ অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে কিউইরা। ফরম্যাট বদলালেও, সাদা পোশাকের ক্রিকেটে নিজেদের সেরাটাই দিতে চায় নিউজিল্যান্ড।
অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কখনই সুবিধা করতে পারেনি। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে এবার নতুন উদ্যোমে শুরু করতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২৮ নভেম্বর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ খেলা হবে। ৬ ডিসেম্বর থেকে ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।