শোকের মাসে সংবর্ধনা নিলেন পরিকল্পনা মন্ত্রী মান্নান

শোকের মাসে নিজ নির্বাচনী এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সংবর্ধনা নিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজে সৈয়দপুর গ্রামবাসীর আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সবাইকে হত্যার শোকাবহ মাস উপেক্ষা করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে আগস্টেই এ সংবর্ধনা প্রদান করা হয়।

এতে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা কর্মীদের উপস্থিতি ছিল সরব৷ তারা শোকের মাস ভুলে গিয়ে এম এ মান্নান যাতে আবারও নৌকার মনোনয়ন পেয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন ঐ ধরনের শ্লোগান দিতে থাকে। এছাড়াও অনুষ্ঠানে শোকের কোনো আবহ ছিলোনা, ছিলো রঙ-বেরঙের বেলুন আর নানা বর্ণের জমকালো ব্যানার ফেস্টুন।

এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে বিরোধী দলের বিশৃঙ্খলা, নৈরাজ্যের সমালোচনা না করে নিজ দলের লোককে প্রতিপক্ষ বানিয়ে তাদের নিমূল করার জন্যও অনেক বক্তা দাবি তুলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা কর্মীরা।

তবে এব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতারা মুখ খুলতে নারাজ।

শোকের মাসে সংর্বধনা প্রদানের ব্যাপারে অনুষ্ঠানে সভাপতিত্বকারী সৈয়দপুর-শাহার পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেনের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।