বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সিলেটের পরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি চর্চা করা স্বাস্থের জন্য উপকারী। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ঠিক থাকে। তাই শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চা করা প্রয়োজন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নগরীর বাগবাড়ী এতিম স্কুল মাঠে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজসেবা অধিদফতরের অধীন সিলেট জেলার সকল আবাসিক প্রতিষ্ঠানের নিবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী।
শহর সমাজসেবা কর্মকর্তা শাহীনুর আলমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সরকারী শিশু পরিবার (বালক) বাগবাড়ীর উপ-তত্ত্বাবধায়ক আয়েশা আক্তার বৃষ্টি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সরকারী শিশু পরিবার (বালিকা) রায়নগরের উপ-তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্র মো. বদরুল ইসলাম। গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী কনিকা রানী দাশ। সভাশেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।