শাহজালাল মাজারে কমে গেছে দর্শনার্থীর ভীড়

ভক্তদের আনাগোনায় সারা বছরই উৎসবমুখর থাকা সিলেটের শাহজালাল (র.) মাজারে এখন আর আগের মতো মানুষের দেখা মিলছে না। সর্বশেষ করোনা ভাইরাসের সময় এমন দৃশ্য দেখা গিয়েছিল। মাজারে মানুষের আসা কমে যাওয়ার ফলে এর আশেপাশে থাকা ব্যবসায়ীরাও চরম দুঃসময় পার করছেন।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সিলেটের শাহজালালের দরগাহ মসজিদে অন্যান্য সময়ের তুলনায় মুসল্লী কম। দু’তলায় থাকা মাজার, মহিলাদের ইবাদত খানা, কিংবা গজার, কৈ মাছ সহ দর্শণীয় বিভিন্ন জায়গায়ও আগের মতো মানুষের ভীড় নেই। এ যেন অন্য রকম এক দরগাহ।

সংশ্লীষ্টদের সাথে কথা বলে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই মানুষের আনাগোনা কমতে শুরু করেছে। দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সিলেটে পর্যটক আসা কমে গেছে। ভক্তরাও মাজারে কম আসছেন । একই সঙ্গে নোয়াখালী, ফেনি , লক্ষীপুর, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতিও শাহজালাল মাজারে দর্শনার্থী কম আসার বড় একটি কারণ বলে মনে করেন তারা।

নাঈম ইসলাম নামে দরগা মাদ্রাসার এক ছাত্র বলেন, অন্যান্য সময়ে মানুষের জন্য ঠিকমতো হাটাঁ যেত না। এখন কিছুদিন ধরে দর্শনার্থীদের ভীড় কম। মানুষ আর আগের মতো আসছেন না।

শফিক তালুকদার নামে দরগা এলাকার এক ব্যবসায়ী বলেন, করোনার পর এই প্রথম দরগায় মানুষের আনাগোনা কম দেখছি। দর্শনার্থীরা কম আসায় আমাদের ব্যবসাও হচ্ছে না। এদিকে দোকানভাড়া , বিদুৎ বিল, কর্মচারীর বেতন দিতে গিয়ে হিমশিম খাচ্ছি। এই অবস্তা চলতে থাকলে ব্যবসায় ঠিকে থাকা কঠিন হয়ে পড়বে।