ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ভোটগ্রহণ হবে আগামীকাল। বুধবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
এদিকে, ভোটগ্রহণ উপলক্ষে আজ মঙ্গলবার (৪ জুন) উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেছেন। এছাড়া দুর্গম এলাকার ২৭টি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছেছে আজ। এসব সরঞ্জাম কেন্দ্রগুলোতে নিয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা।
ব্যালট পেপার পৌঁছেছে এমন কেন্দ্রগুলো হল, সলফ সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাবনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়,বীরগাঁও পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাঁসকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, আসামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নায়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাঁসারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়,ঘুড়াডুম্বুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়মোহা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, জয়সিদ্ধি সরকারী প্রাথমিক বিদ্যালয়, উমেদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, টাইলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুর্বাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডিকেআরসি সরকারী প্রাথমিক বিদ্যালয়,ধনপুর সর্দারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কান্দাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, থলেরবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুরাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিমুলবাঁক সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুক্তাখাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিচনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, হরদারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইশাখপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাইকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তায় বিজিবি, পুলিশ, র্যাব, আনসার বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বক্ষণ মাঠে থাকবে বলে জানা যায়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, শান্তিগঞ্জে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম (মোটরসাইকেল), সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপির ছেলে সাদাত মান্নান অভি (আনারস) এবং শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এড. বুরহান উদ্দিন দোলন (ঘোড়া)। তাঁরা সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, কঠোর নিরাপত্তায় ভোটের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে। ২৭টি কেন্দ্র দুর্গম এলাকায় হওয়ায় আজ ব্যালট পেপার পৌঁছানো হয়েছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।