লাখাই ইন্সটিটিউট অব ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং’র উদ্বোধন

লাখাই উপজেলায় শিক্ষিত তরুণ-তরুনীদের বেকারত্ব দূরীকরণে ও দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষে এবং অনলাইনে আয়ের পথ খুলে দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘লাখাই ইন্সটিটিউট অব ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।

সোমবার (৬ জুন) আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুরবেলা উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রফিকুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মা. শফিকুল ইসলাম, গীতা পাঠ করেন জহরলাল দাস। স্বাগত বক্তব্য রাখেন ইন্সটিটিউটের চীফ ইন্সট্রাক্টর ফয়সল আহমেদ।

বক্তব্য রাখেন- লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বাহার উদ্দিন।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ফ্রিল্যান্সিং ও আউট সোর্সিং এর এ প্রতিষ্ঠানের আজ শুভ সূচনা হলো। এর মাধ্যমে উপজেলার শিক্ষিত তরুণ-তরুণীদের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে। তিনি এ এধরনের উদ্যোগ গ্রহণ করায় উপজেলা নির্বাহী অফিসার শরীফ উদ্দিন সহ সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন। তিনি ইন্সটিটিউট এর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি মাদকদ্রব্যের ভয়াবহতা রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন- বর্তমান সরকার মাদকের বিষয়ে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। মাদক সন্ত্রাস নির্মূলে সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই। মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে তাদের আইনের আওতায় আনতে সহযোগিতা করার আহ্বান জানান।