হবিগঞ্জের লাখাইয়ে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণের মধ্য দিয়ে নিজের যাত্রা শুরু করেছে হাজী হেলিম উদ্দিন ফাউন্ডেশন নামে একটি সংগঠন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১১টায় উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের মাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অ্যাডভোকেট নাসির উদ্দিনের অর্থায়নে ফাউন্ডেশনটির শুভ সূচনা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা চেয়ারম্যান আবুল খায়ের অপুর সভাপতিত্বে ও ফখরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সহিদুল হক মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান খোকন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, বিশিষ্ট সমাজ সেবক ডা. মোঃ একেএম ফজলুল হক, নুরপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল মান্নান, হাফেজ হাবিবুর রহমান,লাখাই প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, মিয়া মোহাম্মদ লায়েস,আব্দুল ওয়াহাব, সাংবাদিক পারভেজ হাসান।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলার মাদনা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা জামাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মোজাম্মেল হোসেন, মো. আব্দুর রউফ, হাফেজ ফখরুল ইসলাম, মো. জিয়াউর রহমান, মাওলানা তৌহিদুর রহমান, মনির উদ্দিন প্রমুখ।
এলাকার উন্নয়ন এবং গরিব-দুঃখী ও অসহায় মানুষের সেবা করাই হবে হাজী হেলিম উদ্দিন ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য এমন প্রত্যাশা ব্যক্ত করে এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বক্তারা।