হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় হবিগঞ্জ- লাখাই আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বামৈ পশ্চিম গ্রামের আলাউদ্দিন মার্কেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর পদত্যাগের ১ দফা দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে কার্যত যানবাহন প্রায় চার ঘন্টা বন্ধ থাকে।
এসময় প্রধান শিক্ষকের পদ থেকে মামুনুর রশীদ চৌধুরী পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিওঁ দেন তারা। বিক্ষোভ সমাবেশ কারী শিক্ষার্থীরা
এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, ‘প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরী বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিত থাকার পাশাপাশি নিয়মিত আমাদের ক্লাস করান না। এছাড়া আমাদের বিদ্যালয়ের উন্নয়নমূলক কোন কাজ না করে অর্থ আত্মসাৎ করার অভিযোগও করেন।’
এব্যাপারে আজ রোববার লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বরাবর একটি স্মারকলিপিও প্রদান করেন শিক্ষার্থীরা।
স্মারকলিপি প্রসঙ্গে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাহিদা সুলতানা জানান, ‘ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আমার কাছে স্মারকলিপি দিয়েছেন। এব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।’