চা বাগানের মালিকদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের পর নতুন মজুরি ১৭০ টাকা ঘোষণায় আগামীকাল রোববার থেকেই কাজে যোগ দিবেন চা শ্রমিকরা।
শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা আগেই বলেছিলাম প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিবেন আমরা তা মেনে নিব। যেহেতু প্রধানমন্ত্রী মালিকদের সাথে বসে মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছেন। তাই আমরা আগামীকাল থেকেই কাজে যোগদান করবো।’
এদিকে চা শ্রমিকদের মজুরি নিয়ে প্রধানমন্ত্রী ও চা বাগান মালিকদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ১৭০ টাকা দৈনিক মজুরি নির্ধারণ হওয়ার খবরে তাৎক্ষণিক আনন্দ মিছিল করে আন্দোলনরত চা শ্রমিকরা। হবিগঞ্জের বিভিন্ন বাগানের হাজারো সাধারণ চা শ্রমিকদের উল্লাস করতে দেখা যায়।
সাধারণ চা শ্রমিকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও একে ওপরকে মিষ্টি খাওয়ান। তাদের প্রত্যাশা অনুযায়ী প্রধানমন্ত্রী দাবিকৃত মজুরির সুন্দর সমাধান হওয়ায় আগামীকাল থেকেই কাজে ফিরবেন বলে তারা জানান।
চা শ্রমিক রঞ্জিত ভূঁইয়া বলেন, ‘প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা তাই মেনে নিব। আমরা এখন বাগানের জন্য কাজ করবো। প্রধানমন্ত্রী বলেছেন আমাদের সাথে কথা বলবেন, আমরা আশাকরি তিনি আমাদের বাকি দাবিগুলো মেনে নিবেন।’
দারাগাঁও চা বাগানের পঞ্চায়েত প্রধান প্রেমলাল আহেরি বলেন- ‘আমরা দীর্ঘদিন ধরে খেয়ে না খেয়ে আন্দোলন করেছি। এখন প্রধানমন্ত্রী আমাদের মজুরি ১৭০ টাকা দিয়েছেন। আমরা খুশি। কাল থেকে আমরা কাজে নামবো।’