সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ও কাজলসার ইউনিয়নে স্থগিত হওয়া নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা ভোট দিতে আসছেন।
বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার কাজলসার ইউপির নোয়াগ্রাম ভোটকেন্দ্রে দেখা যায়, বৃষ্টির মধ্যে পলিথিনে মুড়িয়ে ভোট কেন্দ্রে মাকে নিয়ে আসছেন ছেলে।
বৃদ্ধার ছেলে বলেন- ‘পছন্দের প্রার্থীকে ভোট দিতে বৃষ্টি উপেক্ষা করে মাকে নিয়ে ভোট কেন্দ্রে এসেছি। একটি ভোট অনেক মূল্যবান। মাও ইচ্ছুক ভোট দিতে।’
উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি জকিগঞ্জের ৯টি ইউপির সঙ্গে কাজলসার ইউপির ভোটগ্রহণ হয়েছিলো। কিন্তু ভোটের দিন বিকেল ৩টার দিকে কাজলসার ইউপির মরিচা ভোটকেন্দ্রের সামনে থেকে নৌকায় সিল দেয়া ব্যালটসহ আটক হন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং শাদমান সাকীব এবং উপজেলা কৃষি কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আরিফুল ইসলাম। ঐদিন সাথে সাথে কাজলসার ইউপির ভোটগ্রহণ স্থগিত করা হয়।
আজ বুধবার পুনরায় স্থগিত হওয়া ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কাজলসার ইউপিতে আটজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।