বিশ্বম্ভরপুরে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা

হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেবার ঘটনায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ১৫০ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা হয়েছে। শনিবার সকালে বিশ্বম্ভরপুর থানায় এই মামলা হয়েছে। এতে পালিয়ে যাওয়া আসামি সাইকুল ইসলাম (৩৮) সহ ৩৪ জনের নামোল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, চোরাচালানি, মাদক ও মারামারি’র মামলার আসামি বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তাজ্জুত আলীর ছেলে সাইকুলকে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সীমান্তের ঝিগাতলা এলাকা থেকে আটক করে। পরে সিএনজিতে করে বিশ্বম্ভরপুরে নিয়ে যাবার সময় চান্দের বাজার এলাকায় পুলিশের উপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নেওয়া হয়। হামলায় এক থেকে দেড়শ মানুষ ছিলেন বলে জানান ঘটনাস্থলে থাকা সাবইন্সপেক্টর নবী হোসেন।

এ-ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ওসি মো. কাউছার আলম জানালেন, সাইকুলের বিরুদ্ধে চোরাচালানি, মাদক ও মারামারি’র মামলা রয়েছে। গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয় তাকে। এ ঘটনায় সাবইন্সপেক্টর নবী হোসেন বাদী হয়ে পুলিশ এসল্ট মামলা করেছেন। মামলায় ৩৪ জনের নামোল্লেখ করে ১৫০ জনকে আসামি করা হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।