সিলেটের বিশ্বনাথ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও আহবায়ক গৌছ খানের গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্বনাথ পৌর বিএনপি।
গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে লিখিত বিবৃতিতে গৌছ খানের মুক্তির দাবিতে ও নিন্দা জানায় পৌর বিএনপি।
পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় আহ্বায়ক হাজি আব্দুল হাই এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র সহসভাপতি ফারুক আহমদ, এম এ হক, হাজি আব্দুল মান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, নুনু মিয়া, আয়না মিয়া, আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, গোবিন্দ মালাকার, সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।
এসময় গৌছ খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে শর্তহীন মুক্তির জোর দাবি জানান নেতৃবৃন্দ।
জানা যায়. একটি মামলায় বহুদিন পলাতক থাকা বিশ্বনাথের জানাইয়া গ্রামের মৃত হাজী ময়না মিয়া পুত্র যুক্তরাজ্য প্রবাসী গৌছ খান ১২ সেপ্টেম্বর সিলেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে, মহামান্য আদালত শুনানী শেষে জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।