হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শুরু হচ্ছে আগামীকাল। এ লক্ষ্যে বালাগঞ্জে এবার মোট ২৯ টি পূজামণ্ডপে পূজা উদযাপন করা হবে। এর মধ্যে ২৭ টি সার্বজনীন ও ২ টি পারিবারিক মণ্ডপ রয়েছে।
এবারের পূজায় বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়নে ৩ টি, বোয়ালজুড় ইউনিয়নে ৭টি, দেওয়ানবাজার ইউনিয়নে ১ টি, পশ্চিম গৌরীপুর ইউনিয়নে ৪ টি, বালাগঞ্জ সদর ইউনিয়নে ১২ টি ও পূর্ব গৌরীপুর ইউনিয়নের ২ টি মন্ডপে পূজা উদযাপিত হবে।
বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত দাস ভুলন জানান, আমরা আশা করি প্রতিবারের মতো এবারও সাড়ম্বরে এবং নিরাপদে পূজা উদযাপন করতে পারবো। প্রশাসনের পাশাপাশি আমরাও শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক নজরদারিতে থাকবো।
বালাগঞ্জে পূজা উদযাপনে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, উপজেলার ৬ টি ইউনিয়নের জন্য ৬ জন ট্যাগ অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তাছাড়া প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার জন্য আমরা বলে দিয়েছি। পুলিশ ও সেনাবাহিনীও দায়িত্বে থাকবেন। সবমিলিয়ে বালাগঞ্জের হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা যাতে কোন ধরণের শঙ্কা ছাড়াই পূজা উদযাপন করতে পারেন সে বিষয়ে আমাদের সার্বক্ষণিক নজরদারি থাকবে।
আগামীকাল (৯ অক্টোবর) মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। এরপর মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী ও দশমীতে (১৩ অক্টোবর) বিসর্জনের মধ্যে দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের শেষ হবে। এ বছর দেবী দুর্গা মর্তে আগমন করবেন দোলায় আর ঘোড়ায় চড়েই তিনি ফিরে যাবেন স্বর্গলোকে।