সুপার টুয়েলভে যেতে হলে আজকের ম্যাচে জিততেই হতো শ্রীলঙ্কাকে। নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করলো দাসুন শানাকার দল। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে নেদারল্যান্ডস ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৬ রান।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার ইনিংসটাকে একাই টেনেছেন ওপেনার কুশল মেন্ডিস। ৩৬ রানে দুই উইকেট হারানোর পর চারিথ আসালাঙ্কাকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন মেন্ডিস। ৩৪ বলে হাফ সেঞ্চুরি করা কুশল আরও ১০ বল খেলে বিদায় নেন। ৫টি করে চার ও ছয়ে করেন ৭৯ রান। আসালাঙ্কা ফিরেন ৩০ বলে ৩১ রানের ইনিংস খেলে। চতুর্থ উইকেটে ভানুকা রাজাপাকসে ও কুশল মেন্ডিস যোগ করেন আরো ৩৪ রান। ১৩ বলে ১৯ রান করে বিদায় নেন রাজাপাকসে। ৮ রানের বেশি করতে পারেননি অধিনায়ক দাসুন শানাকা। ফন মিকিরেন ও বাস ডি লিড সর্বোচ্চ দুটি করে উইকেট নেন নেদারল্যান্ডসের পক্ষে।
রান তাড়া করতে নেমে ওপেনার ম্যাক্স ও’ডাউড একাই লড়াই চালিয়ে যান। যোগ্য সঙ্গীর অভাবে জয়ের দুয়ারে গিয়েই থামতে হয়েছে ডাচদের। শেষ পর্যন্ত খেলে তিনি অপরাজিত ছিলেন ৭১ রানে।
বল হাতে ডাচ শিবিরে ধস নামান ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারে ২৮ রান দিয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট। আর মাহেশ থিকসানা নিয়েছেন ২ উইকেট।