নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্ক নিউজিল্যান্ড-নরওয়ে ম্যাচ দিয়ে ৯ম ফিফা নারী বিশ্বকাপ ২০২৩-এর পর্দা উঠছে আজ। চলবে ২০ আগস্ট পর্যন্ত।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৩২ দেশ।
এবারের নারী বিশ্বকাপটি সব দিক দিয়েই ব্যতিক্রম হতে যাচ্ছে। যেখানে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করতে দেখা যাচ্ছে ওশেনিয়ার কোনো দেশকে। নিউজিল্যান্ডের চারটি ভেন্যু ছাড়াও অস্ট্রেলিয়ার ৬টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এ ছাড়া ম্যাচগুলো পরিচালনার জন্য ৩৩ জন রেফারি, ৫৫ জন সহকারী রেফারি ও ১৯ জন ভিডিও সহকারী রেফারিকে চূড়ান্ত করা হয়েছে। যার মধ্যে প্রথমবারের মতো ৬ জন নারী ভিডিও সহকারী রেফারিকেও দেখা যাবে।
আগের আসরগুলোতে যেখানে ২৪টি দল নিয়ে নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হতো, সেখানে এবার দলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২টি। যার মধ্যে ইউরোপীয় অঞ্চল থেকে সবচেয়ে বেশি ১২টি দেশ অংশগ্রহণ করবে। পরের অবস্থানে রয়েছে এশিয়া ও আমেরিকা অঞ্চলের দেশগুলো। দুই মহাদেশ থেকে ৬টি করে ১২টি দেশ অংশ নেবে এবারের বিশ্বকাপে। এরপর আফ্রিকা মহাদেশ থেকে ৪টি ও লাতিন অঞ্চল থেকে ৩টি করে দল বিশ্বকাপে অংশ নিচ্ছে। এ ছাড়া ওশেনিয়া মহাদেশ থেকে একটি দেশ অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে।
এবারের বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত তিনবার শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। এবারও বেশ শক্তিশালী তাদের দল। বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় দলটি।
সিলেট ভয়েস/এএইচএম