সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ‘ফিউচার লিডার কিন্ডার গার্টেন’ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা আক্তার আজ বুধবার দুপুরে এ ব্যাপারে ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ‘ফিউচার লিডার কিন্ডার গার্টেন বিদ্যালয়টি উপজেলা প্রশাসন দ্বারা পরিচালিত হয়। বিদ্যালয়ের স্থায়ী কোনো একাডেমিক ভবন না থাকায় উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা গণপাঠাগারে দীর্ঘ দিন ধরে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মঙ্গলবার বিদ্যালয় ছুটির পর প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেওয়া হয়। পরদিন সকালে বিদ্যালয়ের শিক্ষকরা এসে দেখেন গণ-পাঠাগারের একটি জানালা ভাঙা। পরে দরজা খুললে দেখা যায়, সাদা ও কালো রঙের পৃথক দুইটি স্ট্যান্ডফ্যানসহ ২৫টি প্লাস্টিক চেয়ার চুরি হয়েছে। যেগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকার উপরে।
এর আগে, ২০০৮ সালের ১০ মার্চ তারিখেও গণ-পাঠাগারের প্রায় আট শতাধিক মূল্যবান বই ও আসবাবপত্র চুরি হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ওই চুরির রহস্য উন্মোচন হয়নি বলেও জানান তারা।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা আক্তার বলেন, ‘বন্যা আশ্রয় কেন্দ্রে শ্রেণি কার্যক্রম পরিচালনার সময়ও একবার ফ্যানসহ আসবাবপত্র চুরি হয়েছিল। আবারও চুরি হওয়ার বিষয়টি দুঃখজনক। এসব চুরির সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর হোসেন বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’