দেশে প্রবাসি বিনিয়োগের আহ্বান প্রবাসি কল্যাণ প্রতিমন্ত্রীর

প্রবাসীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট-২ আওনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশে প্রবাসী বিনিয়োগের অনেক সুযোগ সুবিধা রয়েছে। প্রবাসীদের নিরাপত্তা বিধানে প্রধানমন্ত্রীও অত্যন্ত আন্তরিক। পাশাপাশি প্রসাসিদের সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ও আন্তরিকতার সাথে কাজ করছে।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে তাঁকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, প্রবাসিদের সমস্যা সমাধানের জন্য প্রবাসিকল্যাণ সেল আরও শক্তিশালী করার পরিকল্পনা করা হচ্ছে। সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করা হবে। এছাড়া প্রবাসিদের সমস্যা সমাধানে আরোও বেশকিছু পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রবাসিরা এয়ারপোর্টে আগের মতো এখন আর হয়রানির শিকার হন না। এয়ারপোর্টে প্রবাসিদের যাতে কোনোভাবেই হয়রানির না করা হয় সেদিকে আমরা খেয়াল রাখছি।’

এসময় তিনি তাকে সংবর্ধনা প্রদান করায় জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।