দায়িত্বে ফেরায় ট্রাফিক পুলিশদের ফুল দিয়ে বরণ করলেন রোভার স্কাউট সদস্যরা

ছয় দিন কর্মবিরতির পর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে ফিরেছে পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে দায়িত্ব পালন করতে দেখা যায়। সড়ক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ দায়িত্ব ফেরায় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা রোভার স্কাউটসের সদস্যরা৷

সরেজমিনে দেখা যায়, সিলেটের জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, চৌহাট্টাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন পুলিশ।

এর আগে গত ৬ আগস্ট থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলার রোভারের সদস্যরা সড়ক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে আসছিলেন।

সিলেট জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি ফাহিম আহমদ সিলেট ভয়েসকে বলেন, ‘বিগত ছয় দিন আমরা ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক সেবা কার্যক্রম চালিয়েছি। আজ সকালে দায়িত্ব পালন করতে এসে দেখলাম ট্রাফিক পুলিশরা দায়িত্বে ফিরেছেন। তাই আমরা তাৎক্ষণিক তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছি।’

সিলেট জেলা রোভারের সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন সিলেট ভয়েসকে বলেন, দেশের ‘অস্থিতিশীল পরিস্থিতিতে সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় আমাদের দুই শতাধিক রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার সদস্যরা দায়িত্ব পালন করেছে। এখন যেহেতু ট্রাফিক পুলিশ সেবায় ফিরেছেন, তাই তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছি৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বৈঠক করে ট্রাফিক পুলিশকে দায়িত্বে ফেরানোর জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।’

উল্লেখ্য, গতকাল রবিবার (১১ আগস্ট) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধিদলের বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন ১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা।