ঢাকাস্থ দূতাবাসে কর্মরত যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ ৯ দেশের উচ্চ পর্যায়ের ঊর্ধ্বতন সামরিক-কূটনৈতিক কর্মকর্তাদের এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, তুরস্ক, পাকিস্তান, কুয়েত, কাতার, মিয়ানমার ও অস্ট্রেলিয়ার ডিফেন্স অ্যাটাশেরা ওই বৈঠকে মিলিত হন।
জানা গেছে, বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, চীন, তুরস্ক, পাকিস্তান, নেপাল, মিয়ানমার ও কুয়েতের বাংলাদেশ দূতাবাসে কর্মরত সামরিক কর্মকর্তারা (ডিফেন্স অ্যাটাচি) উপস্থিত ছিলেন। এসব দেশের কয়েকজন কূটনীতিকও মিটিংয়ে অংশ নেন। মিটিং শেষে সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা নৈশ্যভোজে অংশ নেন। তবে এ বৈঠক ও নৈশভোজে কোনো বাংলাদেশি অংশ নিয়েছেন কিনা তা এই খবর লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও সেখানে মার্কিন দূতাবাস এবং ভারতীয় হাইকমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তবে মিটিং ও নৈশভোজ চলা অবস্থায় ওই রেস্টুরেন্টে বাংলাদেশি কোনো কাস্টমারকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
সিলেট ভযেস/এএইচএম