ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক উল্টে ৪ জন নিহত

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে উল্টে যাওয়া ট্রাকের চাপায় চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার একটি বাজারে রোববার (০২ অক্টোবর) সকালে এ হতাহতের ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের একটি গ্যাস পাম্প থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা গ্যাস নিয়ে রায়পুরার বারৈচারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে সড়কের পাশে থাকা একটি বাজারে উল্টে যায়।

এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও দুজন। আহত আরও পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় ও ভৈরবের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়া ছেলে সিদ্দিক মিয়া, বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. সিদ্দিক মিয়া, বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালাম (অটোরিকশার যাত্রী)। তাৎক্ষণিক অপর নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।