সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের (হরিপুর) ৭ নাম্বার গ্যাস কুপ এলাকায় অবৈধভাবে টিলা কাটার সময় চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। এ সময় পাহাড় কাটার সরঞ্জাম ও একটি ট্রাক জব্দ করা হয়।
রবিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদন্ড প্রদান করে।
দন্ড প্রাপ্তদের মধ্যে শিকার খাঁ গ্রামের সামছুল ইসলামের ছেলে নজমুল আলম (৩৫)-কে ৬ মাসের কারাদন্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া শ্যামপুর গ্রামের মুছা মিয়ার ছেলে হালিম উদ্দিন (২২)-কে ৩ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, হরিপুর ৭ নাম্বার এলাকার মৃত সুফী মিয়ার ছেলে আব্দুল মতিন (৬৫)-কে ১ লক্ষ টাকা অর্থদন্ড ও হরিপুর উৎলার পার এলাকার মৃত তুতা মিয়ার ছেলে মকবুল হুসেন (৫৪) কে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এসময় টিলাকাটার কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দপূর্বক পরিবেশ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ (খ) লঙ্ঘন করায় আসামীদের বিরুদ্ধে উক্ত আদেশ প্রদান করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা, নমুনা সংগ্রহ্কারী হরিপদ চন্দ্র দাশ ও মোঃ রুবেল মিয়া প্রমুখ।