জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন মসজিদ মার্কেট কমিটির ব্যবসায়ীরা।
রবিবার (৯ জুলাই) মসজিদ মার্কেটের ৮০ জন ব্যবসায়ী স্বাক্ষরিত একটি অভিযোগ সিলেটের জেলা প্রশাসকের দপ্তরে দাখিল করে।
লিখিত অভিযোগে তারা জানান, বর্তমান কমিটিতে প্রভাব খাটিয়ে দুইজন বিতর্কিত সদস্য সহ-সভাপতি মোস্তাক আহমদ ও সহসেক্রেটারী মোক্তাদির আহমদ চৌধুরী যোগ দিয়ে মসজিদের বিভিন্ন বিষয়ে বেআইনী হস্তক্ষেপ করে অচলাবস্থা সৃষ্টি পাঁয়তারা করছেন।
তারা আরও জানান, প্রায় ৪০ বছরপূর্বে মসজিদ কমিটি মসজিদ মার্কেটের দোকানগুলো প্রকাশ্য নিলামে বিক্রি করে দলীল সম্পাদন করে দেয়া হয়েছে। বর্তমানে তারা মসজিদ মার্কেট থেকে বিভিন্ন অযুহাতে কোন ধরনের লিখিত নোটিশ না দিয়ে ব্যবসায়ীদের বেআইনীভাবে বেদখল করার ষড়যন্ত্র করছেন। ব্যবসায়ীরা বিগত ৪০ বছর থেকে মসজিদকে নিয়মিত জমিদারী খাজনা দিয়ে আসছেন। বিতর্কিত এ দু’জন সদস্য বিভিন্ন ভাবে ব্যবসায়ীদের সাথে দুর্ব্যবহার করে হুমকি ধমকি দিয়ে চলেছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সহ-সেক্রেটারী মোক্তাদির চৌধুরী একজন মাদক মামলার আসামী। তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদক মামলা নং ০৪ তারিখ ০৯/০৮/২০১৮ ইং যা সিলেটের চোরাচালান ট্রাইব্যুনালে বিচারাধীন। অপর দিকে সহসভাপতি মোস্তাক আহমদ বিভিন্নভাবে বিকর্কিত ব্যক্তি।
এসব বিষয় নিয়ে মার্কেট ব্যবসায়ী ও নিয়মিত মুসল্লীদের সাথে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্কা করছেন ব্যবসায়ীরা।
তাই এ ব্যাপারে জরুরী ভিত্তিতে মসজিদ কমিটির ব্যবসায়ীরা জেলা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।