পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) খুলেছে আজ।
রোববার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ ক্লাস ও কর্মক্ষেত্রে ফিরেছেন। ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস মুখর হয়ে উঠেছে আবার।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সিকৃবির একাডেমিক কার্যক্রম বন্ধ ছিলো। ৭ ও ৮ জুলাই সাপ্তাহিক ছুটির দিন থাকার কারণে ৯ জুলাই থেকে ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে ক্লাস ও অফিস চালু হবার পর ক্যাম্পাসের সবখানেই ছিলো ঈদের আমেজ। শিক্ষার্থীরা সকাল থেকে ক্লাস পরীক্ষায় অংশ নিয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ সহকর্মীদের সাথে ঈদের কুশল বিনিময় করেন।∎
সিলেট ভয়েস/এএইচএম