হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু স্বপন মিয়ার (১০) মৃত্যুর ঘটনায় আদালতে স্বীকারোক্তি দিয়েছে তার সৎ মামা শান্ত মিয়া (১৫)।
এর আগে সোমবার (৩ এপ্রিল) ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বপনের মৃত্যু হয়। নিহত স্বপন মিয়া চুনারুঘাট পৌরসভার পাকুরিয়া এলাকার কবির মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ২৭ মার্চ সকালে এলাকার একটি জঙ্গল থেকে স্বপনের গলাকাটা দেহ উদ্ধারের পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার দিনই শিশুটির নানা নূর আলী চুনারুঘাট থানায় মামলা দায়ের করলে বাদীর ছেলে অর্থাৎ ওই শিশুর সৎ মামা শান্তকে পুলিশ গ্রেপ্তার করে। সোমবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, এ মামলার একমাত্র আসামি কিশোর শান্ত। পাওনা টাকা ও পারিবারিক মনোমালিন্যের জেরে সে তার সৎ ভাগ্নের গলা কেটে দেয় বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।