মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার হয়েছে। তাদের নতুন মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে সরকারের সাথে বৈঠক করে প্রধানমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন তারা।
ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিপেন পাল।
এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর মো. বজলুর রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা ম্যাজিস্ট্রেট (হবিগঞ্জ) সাদিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যান ভানু লাল রায়, বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মো. নাহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
চা শ্রমিকদের পক্ষে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, সহ-সভাপতি পংকজ এ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি প্রমুখ।